প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী

DSC_0485

রাজশাহী কোর্ট একাডেমী অবিভক্ত পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্রে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে বিদ্যালয়টির ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রেখেছে। প্রতিটি শিশুর মধ্যে থাকে অনন্ত সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও বিকাশের মাধ্যমে এই সম্ভাবনা পরিপূর্ণতা লাভ করে। তাই বর্তমানে শিক্ষার্থীদের লিখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে উৎসাহিত করার জন্য ক্রিকেট, ফুটবল, হকি টীম গঠন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগীতার প্রশিক্ষণসহ আত্মরক্ষা ও দৈহিক গঠনের জন্য কারাত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২০১৬ এর মার্চ মাসে ষানমাসিক দেওয়াল প্রত্রিকা প্রকাশ করার মাধ্যমে শিক্ষার্থীদের অপরিপক্ক মনের চাওয়া পাওয়া, স্বদেশ প্রেম, সৃষ্টিশীল চিন্তা চেতনা সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের দৃঢ় আত্ম প্রত্যয়ের ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। এর মাধ্যমে বর্জন করবে শিক্ষার্থীরা সকল অন্যায়, অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয়।
বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ভাল ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যাবলীর মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদাকে সমুন্নত রাখবে এই প্রত্যাশা কামনা করি।