প্রথম পাতা
রাজশাহী কোর্ট একাডেমী রাজশাহী শহরের পশ্চিমাঞ্চলে কোর্টের ঠিক পূর্ব পাশে ১৯৫৩ সালে স্থাপিত হয়। ইহা একটি ঐতিহ্যবাহী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ৩১/১০/১৯৫৩ খ্রিঃ প্রথমে সোবহানীয়া উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী মিউনিসিপ্যালিটির সাহায্য দানের কারণে ইহার নাম পরিবর্তন করে রাজশাহী মিউনিসিপ্যাল হাই স্কুল রাখা হয়েছিল। ১৯৬৩ সালের শেষ দিকে বিদ্যালয়টির উন্নয়নের ব্যাপারে সরকারী সাহায্য পাওয়ার জটিলতা দেখা দেওয়ায় ইহার নাম পুনরায় পরিবর্তন করে রাজশাহী কোর্ট একাডেমী রাখা হয়।বিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে যাঁদের অগ্রণী ভূমিকা ছিল তাঁদের মধ্যে ছিলেন মরহুম অ্যাডভোকেট মাদার বক্স। তদানিন্তন জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুস সোবহান এবং জনাব এম.এ. মজিদ মিঞা উল্লেখযোগ্য। জনাব এম.এ মজিদ মিঞা ছিলেন এই বিদ্যালয়ের প্রথম সেক্রেটারী ও আজীবন সদস্য এবং তিনি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ সমাজসেবক। অত্র বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন শ্রী রাধা বিনদ সরকার।