কৃতি শিক্ষার্থীর কথা

Bentu saheb1মোঃ আজিজুল আলম বেন্টু
প্রাক্তন ছাত্র
রাজশাহী কোর্ট একাডেমী
————————–

প্রাথমিক শিক্ষার গন্ডি পার হয়ে রাজশাহী কোর্ট একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম । রাজশাহী সিটির পশ্চিমাঞ্চলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানের তখন খুব অভাব ছিল ।  ভাল শিক্ষা প্রতিষ্ঠান বলতে রাজশাহী কোর্ট একাডেমীকে বোঝানো হত । আমার আব্বার হাত ধরে আমি যখন কোর্ট একাডেমীতে ভর্তি হলাম তখন কেবলি ১১ বছরের শিশু এবং বুঝতে পারিনি সেই মূহর্তটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে+। এক বছর পার হতে না হতেই আমি প্রতিটা ধুলিকনার সাথে মিশে গেলাম । প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রতিটা শিক্ষক ছিলেন অত্যন্ত ব্যাক্তিত্ববান ও আদর্শবান এবং দেখলেই তাদেরকে শ্রদ্ধায় মাথা নুইয়ে আসত। শিক্ষক, ছাত্র এবং কর্মচারীদের মধ্যে‌ ছিল এক মেলবন্ধন । একাডেমিক শিক্ষার সাথে সহশিক্ষাক্রম ছিল অত্যন্ত সুশৃংখল । রাজশাহী সিটির ইন্টার স্কুল  খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা , সাংস্কৃতিক প্রোগাম থেকে শুরু করে সর্বক্ষেত্রে রাজশাহী কোট একাডেমী ছিল শ্রেষ্ঠাংশে। রাজশাহী কোর্ট একাডেমী সেই সময় জাতীয় খেলোয়ার, শিল্পী তৈরী করেছেন। তৈরী করেছেন ভাল শিক্ষক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও রাজনীতিবিদ। রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে এই বিদ্যালয়ের ছাত্ররা অনন্য ভূমিকা রেখে চলেছেন । আজও তার ধারাবাহিকতা কোর্ট একাডেমী রেখেছে। এই বিদ্যালয়ের ইতিহাস এত সুদৃঢ় যে অল্প কথায় বলে শেষ করা যাবে না । এই বিদ্যালয় দীর্ঘ পথ পরিক্রমায় যেভাবে ভূমিকা রেখে চলেছে, আগামী দিনেও আলোকিত সমাজ গঠনে আরও ব্যাপক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস ।