৯ম শ্রেণি,বিষয়ঃ বাংলা ১ম পত্র ,পাঠ শিরোনামঃ সুভা

পাঠ পরিকল্পনা

শ্রেণিঃ ৯ম বিষয়ঃ                                                                            বাংলা ১ম পত্র                                                                                        সময়ঃ৬০মিনিট

পাঠ শিরোনামঃ সুভা                                                                                                                                                                                      তারিখঃ

শিখনফল শিখন-শেখানো কার্যাবলি শিখন অর্জন যাচাই শিক্ষা-উপকরণ
* বাকপ্রতিবন্ধীদের  মনোজগৎ সম্পর্কে ধারণা পাবে।

* প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে।

* প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতা-মাতার দুর্ভাবনা ও দায়িত্ববোধের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে।

* প্রতিবন্ধীদের প্রতি মানুষের অবহেলার চিত্র অনুধাবন করতে পারবে।

* রবীন্দ্রনাথের ছোট গল্পের আঙ্গিক ও শিল্প-সুষমা সম্পর্কে ধারণা লাভ করবে।

 

পাঠ প্রস্তুতি                     সময়ঃ ০৫ মিঃ

·         বাকপ্রতিবন্ধী মানুষ / পোষা প্রাণী / পাখির সাথে  মানুষের সৌহার্দের ভিডিও / ছবি দেখিয়ে প্রশ্ন করে শিরোনাম বের করা ।

১। তোমার বাড়িতে অথবা প্রতিবেশিদের মধ্যে কেও প্রতিবন্ধী  আছে কি ?

২। এদের তুমি ভালবাস? কেও ওদের সাথে খারাপ ব্যবহার করলে তোমার খারাপ লাগে?

  ·         রবীন্দ্রনাথের ছবি প্রদর্শন।

·         লেখক পরিচিতির মাইন্ড ম্যাপিং স্লাইট প্রদর্শন।

·         নানা ধরনের প্রাণীর সাথে মানুষের সুসম্পর্কের ভিডিও/চিত্র।

·         নতুন নতুন শব্দ তালিকার স্লাইট প্রদর্শন।

·         মাল্টিমিডিয়া প্রজেক্টর।

 

পাঠ ঘোষনা                      সময়ঃ ১৫মিঃ

পাঠ শিরোনাম লিখে লেখক সম্পর্কে আলোচনা করা।

শিক্ষার্থীদের সরব পাঠ।

শিক্ষার্থীদের নিরব পাঠ।

বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে প্রতিবন্ধীদের সাথে পশু  পাখিদের অবস্থান বিষয়ের চিত্র/ভিডিও উপস্থাপন ।

বিভিন্ন শারীরিক ও মানষিক  বিকারগ্রস্থ মানুষদের সমস্যা ও তার প্রতিকার এবং তাদের প্রতি কেমন ব্যবহার করা উচিৎ তা নির্ধারণ করে আলোচনা করা।

প্রশ্ন উত্তর                                  ৫মিঃ

১। সুভাকে দেখে লেখকের দুঃখ হল কেন ?

২। সুভার মুখের ভাষা না থাকলেও ভাবের স্ফুরণ ঘটেছে কিভাবে বুঝিয়ে লিখ।

 
একক কাজঃ                            ৫মিঃ

সুভা গল্পের লেখকের নাম কি?

গর্ভের কলঙ্ক বলতে কী বোঝানো হয়েছে?

পোস্টারের মাধ্যমে সম্ভাব্য উত্তর দেখানো।
দলগত কাজঃ                            ১০মিঃ

প্রতিবন্ধীদের প্রতি আমাদের কীরূপ আচরণ হওয়া উচিৎ বলে তুমি মনে কর বিশ্লেষণ কর।

 

দলীয় কাজের যুক্তি উপস্থাপন   সময়ঃ  ৫মিঃ

এক দলের কাজ অন্য দলের মূল্যায়ন পর্যবেক্ষণ করে সক্ষমতা যাচাই।

চিন্তনমূলক কাজঃ                         ১০মিঃ

প্রতিবন্ধীদের মানবিক অনুভুতি ও সংবেদনশীলতার দিকগুলো আলোচনা কর?

  বাড়ির কাজঃ সুভা গল্পের আলোকে প্রতিবন্ধীদের প্রতি তোমার সমাজের মনোভাব যুক্তি সহকারে বিশ্লেষণ কর।
পাঠের অন্যান্য বিবেচ্য বিষয়ঃ শিক্ষকের আত্মপ্রতিফন

৮ম শ্রেণি,বিষয়: বাংলা ১ম পত্র ,পাঠ শিরোনাম: অতিথির স্মৃতি

                                                পাঠ পরিকল্পনা

শ্রেণিঃ ৮ম বিষয়ঃ                                                                                      বাংলা ১ম পত্র                                                                                        সময়ঃ৬০মিনিট

পাঠ শিরোনামঃ অতিথির স্মৃতি                                                                                                                                                                        তারিখঃ

শিখনফল শিখন-শেখানো কার্যাবলি শিখন অর্জন যাচাই শিক্ষা-উপকরণ
পশু-পাখি ও জীবযন্তুর উপর মানুষের নির্ভরশীলতা উপলব্ধি করতে পারবে।

পশু-পাখি ও জীবযন্তুর প্রতি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।

পশু-পাখি ও জীবযন্তুর প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ হবে।

 

 

পাঠ প্রস্তুতি                       সময়ঃ ০৫মিঃ

·         পোষা প্রাণী/পাখির সাথে মানুষের সৌহার্দের দুয়েকটি ছবি দেখিয়ে প্রশ্ন করে শিরোনাম বের করা ।

১। তোমার বাড়িতে কোনো পোষা প্রাণী আছে কি ?

২। এগুলোকে তুমি ভালবাস? কেও ওদের সাথে খারাপ ব্যবহার করলে তোমার খারাপ লাগে?

  ·         নানা ধরনের প্রাণীর সাথে মানুষের সুসম্পর্কের ভিডিও/চিত্র।

·         প্রাকৃতিক পরিবেশে পাখিদের অবস্থান বিষয়ের চিত্র/ভিডিও।

·         মাল্টিমিডিয়া প্রজেক্টর।

পাঠ ঘোষনা                      সময়ঃ ১৫মিঃ

পাঠ শিরোনাম লিখে লেখক সম্পর্কে আলোচনা করা।

শিক্ষার্থীদের সরব পাঠ।

শিক্ষার্থীদের নিরব পাঠ।

বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে পাখিদের অবস্থান বিষয়ের চিত্র/ভিডিও উপস্থাপন ।

বিভিন্ন শারীরিক বিকারগ্রস্থ মানুষদের সমস্যা ও তার প্রতিকার এবং তাদের প্রতি কেমন ব্যবহার করবে তা নির্ধারণ করা।

প্রশ্ন উত্তর   ৫মিঃ

১। দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হল কেন ?

২। চাকরদের দরদ মালিনীর প্রতি কেন ?

৩। কুকুরটি ট্রেন স্টেশনে এলো কেন?

 
একক কাজঃ                            ৫মিঃ

অতিথির স্মৃতি গল্পের উৎস কি?

অতিথির স্মৃতি গল্পে লেখক কেন দেওঘরে গিয়েছিলেন ?

পোস্টারের মাধ্যমে সম্ভাব্য উত্তর দেখানো।
দলগত কাজঃ                            ১০মিঃ

বন্য পাখিদের প্রতি আমাদের কীরূপ আচরণ হওয়া উচিৎ বলে তুমি মনে কর বিশ্লেষণ কর।

 

দলীয় কাজের যুক্তি উপস্থাপন   সময়ঃ  ৫মিঃ

এক দলের কাজ অন্য দলের মূল্যায়ন পর্যবেক্ষণ করে সক্ষমতা যাচাই।

চিন্তনমূলক কাজ                                ১০মিঃ

পশুপাখি আমাদের পরিবেশের একটি অংশ ব্যাখ্যা কর।

  বাড়ির কাজঃ মানুষ যেমন মানুষকে ভালোবাসে তেমনি মানবেতর প্রাণী ও মানুষকে ভালবাসতে পারে-উক্তিটির সঠিকতা যুক্তি সহকারে বিচার কর।
পাঠের অন্যান্য বিবেচ্য বিষয়ঃ শিক্ষকের আত্মপ্রতিফন

 

 

দূর্গাপূজা উপলক্ষে ছুটি

ছুটির নোটিশ

তারিখ: ১৯/১০/২০১৫ইং

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী বৃন্দের বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে, আগামী ২০/১০/১৫ ইং রোজ মঙ্গলবার  হতে আগামী ২৪/১০/১৫ ইং রোজ শনিবার  পর্যন্ত স্কুল দূর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিতে জরুরি সমাবেশ

এতদ্বারা অত্র রাজশাহী কোর্ট একাডেমির ষষ্ঠ থেকে দশম শ্রেনীর সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামী ০৩/০৯/২০১৬ইং রোজ শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার বা সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
বিষয়টি অতিব জরুরি।

অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
রাজশাহী কোর্ট একাডেমী

অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

এতদ্বারা অত্র রাজশাহী কোর্ট একাডেমির সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৪/০৮/২০১৬ ইং তারিখে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই ফলাফল সরাসরি ওয়েবসাইট থেকে দেখতে পারবে।

অভিভাবক সমাবেশের নোটিশ

এতদ্বারা রাজশাহী কোর্ট একাডেমীর দশম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকগনকে জানানো যাচ্ছে যে আগামী ৩০ জুলাই ২০১৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় অভিভাবক সমাবেশ রয়েছে। উক্ত সমাবেশ সকল অভিভাবকগনকে উপস্থিত হতে অনুরোধ করা হলো।

সমাবেশের বিষয়ঃ জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টি।

অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
রাজশাহী কোর্ট একাডেমী

জে.এস.সি. ফরম পুরণের জন্য নোটিশ

এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ সালে ৮ম শ্রেনীর জে.এস.সি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী অংশ গ্রহন করতে ইচ্ছুক তাদের ফরম পূরণের লক্ষ্যে ফি বাবদ- ৩৫০/- (তিন শত পঞ্চাশ) টাকা ধার্য করা হয়, পরীক্ষার ফি নির্ধারিত সময়ের মধ্যে দিতে ব্যর্থ হলে তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না । অনিয়মিত পরীক্ষার্থী যারা পরীক্ষায় অংশ গ্রহন করতে ইচ্ছুক তারা প্রবেশ পত্রের মূলকপি সহ টাকা অবশ্যই জমা দিতে হবে।

সকল পরীক্ষার্থীকে অবশ্যই প্রিন্ট আউট কপিতে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর না করলে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না এবং তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আদায়ের তারিখঃ- ২৫/০৭/২০১৬ খ্রিষ্টাব্দ।

পবিত্র আশুরা উপলক্ষে স্কুল বন্ধ

ছুটির নোটিশ

তারিখ: ১৪/১০/২০১৫ইং

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী বৃন্দের বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে, আগামী ১৫/১০/১৫ ইং রোজ রৃহ:স্পতিবার পবিত্র আশুরা উপলক্ষে বিদ্যালয় এক (০১) দিন বন্ধ থাকবে। বিদ্যালয় আগামী ১৭/১০/১৫ ইং তারিখে যথা নিয়মে খোলা হবে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক