৯ম শ্রেণি,বিষয়ঃ বাংলা ১ম পত্র ,পাঠ শিরোনামঃ সুভা

পাঠ পরিকল্পনা

শ্রেণিঃ ৯ম বিষয়ঃ                                                                            বাংলা ১ম পত্র                                                                                        সময়ঃ৬০মিনিট

পাঠ শিরোনামঃ সুভা                                                                                                                                                                                      তারিখঃ

শিখনফল শিখন-শেখানো কার্যাবলি শিখন অর্জন যাচাই শিক্ষা-উপকরণ
* বাকপ্রতিবন্ধীদের  মনোজগৎ সম্পর্কে ধারণা পাবে।

* প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে।

* প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পিতা-মাতার দুর্ভাবনা ও দায়িত্ববোধের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে।

* প্রতিবন্ধীদের প্রতি মানুষের অবহেলার চিত্র অনুধাবন করতে পারবে।

* রবীন্দ্রনাথের ছোট গল্পের আঙ্গিক ও শিল্প-সুষমা সম্পর্কে ধারণা লাভ করবে।

 

পাঠ প্রস্তুতি                     সময়ঃ ০৫ মিঃ

·         বাকপ্রতিবন্ধী মানুষ / পোষা প্রাণী / পাখির সাথে  মানুষের সৌহার্দের ভিডিও / ছবি দেখিয়ে প্রশ্ন করে শিরোনাম বের করা ।

১। তোমার বাড়িতে অথবা প্রতিবেশিদের মধ্যে কেও প্রতিবন্ধী  আছে কি ?

২। এদের তুমি ভালবাস? কেও ওদের সাথে খারাপ ব্যবহার করলে তোমার খারাপ লাগে?

  ·         রবীন্দ্রনাথের ছবি প্রদর্শন।

·         লেখক পরিচিতির মাইন্ড ম্যাপিং স্লাইট প্রদর্শন।

·         নানা ধরনের প্রাণীর সাথে মানুষের সুসম্পর্কের ভিডিও/চিত্র।

·         নতুন নতুন শব্দ তালিকার স্লাইট প্রদর্শন।

·         মাল্টিমিডিয়া প্রজেক্টর।

 

পাঠ ঘোষনা                      সময়ঃ ১৫মিঃ

পাঠ শিরোনাম লিখে লেখক সম্পর্কে আলোচনা করা।

শিক্ষার্থীদের সরব পাঠ।

শিক্ষার্থীদের নিরব পাঠ।

বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে প্রতিবন্ধীদের সাথে পশু  পাখিদের অবস্থান বিষয়ের চিত্র/ভিডিও উপস্থাপন ।

বিভিন্ন শারীরিক ও মানষিক  বিকারগ্রস্থ মানুষদের সমস্যা ও তার প্রতিকার এবং তাদের প্রতি কেমন ব্যবহার করা উচিৎ তা নির্ধারণ করে আলোচনা করা।

প্রশ্ন উত্তর                                  ৫মিঃ

১। সুভাকে দেখে লেখকের দুঃখ হল কেন ?

২। সুভার মুখের ভাষা না থাকলেও ভাবের স্ফুরণ ঘটেছে কিভাবে বুঝিয়ে লিখ।

 
একক কাজঃ                            ৫মিঃ

সুভা গল্পের লেখকের নাম কি?

গর্ভের কলঙ্ক বলতে কী বোঝানো হয়েছে?

পোস্টারের মাধ্যমে সম্ভাব্য উত্তর দেখানো।
দলগত কাজঃ                            ১০মিঃ

প্রতিবন্ধীদের প্রতি আমাদের কীরূপ আচরণ হওয়া উচিৎ বলে তুমি মনে কর বিশ্লেষণ কর।

 

দলীয় কাজের যুক্তি উপস্থাপন   সময়ঃ  ৫মিঃ

এক দলের কাজ অন্য দলের মূল্যায়ন পর্যবেক্ষণ করে সক্ষমতা যাচাই।

চিন্তনমূলক কাজঃ                         ১০মিঃ

প্রতিবন্ধীদের মানবিক অনুভুতি ও সংবেদনশীলতার দিকগুলো আলোচনা কর?

  বাড়ির কাজঃ সুভা গল্পের আলোকে প্রতিবন্ধীদের প্রতি তোমার সমাজের মনোভাব যুক্তি সহকারে বিশ্লেষণ কর।
পাঠের অন্যান্য বিবেচ্য বিষয়ঃ শিক্ষকের আত্মপ্রতিফন

Comments are closed.