সভাপতির বাণী

আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ।
রাজশাহী কোর্ট একাডেমী, রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রাচীন ও সুনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস রয়েছে। যখন এই এলাকায় তেমন কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি, তখন মানুষের ব্যাপক প্রয়োজনে কতিপয় মহৎ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই এই প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল। আমি গর্ববোধ করি আমিও এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি সভাপতির দায়িত্ব নিয়েছি। ইতি পূর্বে আমি বিদ্যোৎসাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি । প্রতিষ্ঠানটি দীর্ঘ পরিক্রমায় অনেক চড়ায়–উৎরায়ের মধ্যে দিয়ে আজ এখানে এসে পৌঁছেছে । আমি সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে নিরন্তন কাজ করে চলেছি। প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। মাননীয় এম.পি. মহোদয়ের সার্বিক সহযোগীয়তায় শিক্ষার মান উন্নয়নে ব্যপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে এম.পি. মহোদয় সর্বদা সহযোগিতা দিয়ে যাচ্ছেন । ইতিমধ্যে কিছু প্রত্যাশা পূরণ হয়েছে এবং কিছু অল্প সময়ের মধ্যে পূরণ হবে বলে আমার বিশ্বাস। আমি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসাবে দীর্ঘকাল থেকে এই প্রতিষ্ঠানকে একটি সর্বোচ্চ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তোলার স্বপ্ন লালন-পালন করি । সরকার যে আধুনিক বিশ্বমানের শিক্ষা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে তারও একধাপ এগিয়ে এই প্রতিষ্ঠান যেন একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি হয় তাই এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করছি ।

মো: রফিকুজ্জামান
সভাপতি
রাজশাহী কোর্ট একাডেমী

মোবা: ০১৭১১৪৩৩৫০৩